আমাদের সম্পর্কে

Well-Up Technology একটি প্রফেশনাল কাজ ও প্রকৌশল সংশ্লিষ্ট প্রফেশনাল ট্রেনিং কোর্স সম্পাদনকারী প্রতিষ্ঠান। যা শিল্প বিপ্লবের যুগে ভূমিকা রাখতে দক্ষ মানব সম্পদ তৈরিতে এবং স্কিল ক্যারিয়ার গড়তে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর সেবা প্রদান করে। আমাদের লক্ষ্য হলো, শিল্প বিপ্লবের যুগে তরুণ সমাজকে চাকরির বাজারের জন্য তৈরির পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিল্প উদ্যোগক্তা তৈরি করা।

বর্তমান আমাদের প্রতিষ্ঠান সময়োপযোগী ETABS, AutoCAD, 3ds max, Google sketch, SolidWorks, PLC, Web Design & Development, Python, CCNA, Graphic design সহ ৩৫ টির বেশী কোর্সের উপর প্রফেশনাল কোর্সে ট্রেনিং এর মাধ্যমে প্রফেশনাল লোক তৈরির লক্ষ্যে ট্রেনিং এর পাশাপাশি বিভিন্ন প্রজেক্টে কাজের সংশ্লিষ্ট রেখে পূর্ণাঙ্গ প্রজেক্ট তৈরিতে ভূমিকা রাখছে।